সোমবার, ৩ ডিসেম্বর, ২০১২

php এবং mysql এর ধারাবাহিক পর্ব। 


১ম দিন।

  এটা আমার প্রথম ব্লগ, ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।
<?php  

১ম এ আমার কাজ হল আমার নাম, পাসওয়াড সবকিছু ভেরিয়াবেল এর মধ্যে নিয়া আসা। আমার হোস্ট হল localhost ।  

বিঃ দ্রঃ $সাইন দিয়া ভেরিয়েবেল লেখা হয়।

$db_host "লোকালহোস্ট";
 এখানে আমার ইউজার নাম রাখতে হবে।

$db_username "রুট" 
এখানে আমার লোকালহোস্ট এর পাসওয়াড দিতে হবে।  
$db_pass "আমার পাসওয়াড নাই"
আর এটা আমার ডাটাবেস এর নাম। 

$db_name "টেস্ট";
এখন মান গুলোকে mysql_connect কিওয়াড দিয়া কানেক্ট করা হবে। তারপর mysql_select_bd দিয়া ডাতাবেশ চিনহিত করতে হবে।  


mysql_connect("$db_host","$db_username","$db_pass") or die ("could not connect to mysql"); mysql_select_db("$db_name") or die ("no database");               

?>

এবার পেজ টাকে connect_to_mysql.php নামে সেভ করুন।
<?php 
$db_host "localhost";  

$db_username "root";  
$db_pass "";  
$db_name "test";
mysql_connect("$db_host","$db_username","$db_pass") or die ("could not connect to mysql"); mysql_select_db("$db_name") or die ("no database");               

?>


 এবার নিচের কোড দিয়ে আমরা কানেকশন ঠিক আছে কিনা চেক করব।
<?php   require বা include দিয়া অন্য পেজ নতুন পেজ এ নিয়া আসে।  require "connect_to_mysql.php"
echo ba print dia output বা স্ক্রীন এ লেখা দেখায়। এখানে উপরের পেজ এর সবকিছু ঠিক থাকলে নিচের কোড ব্রাউজার এ ভিসিট করলে দেখাবে। আর ঠিক না থাকলে ওটা দেখাবে না।
echo 
"<h1>Success in database connection! Happy Coding!</h1>";    ?>
  mysql_quicktest.php নামে সেভ করুন।
<?php   require "connect_to_mysql.php"
echo 
"<h1>Success in database connection! Happy Coding!</h1>";   ?>

২টি মন্তব্য: