সোমবার, ৩ ডিসেম্বর, ২০১২

php এবং mysql এর ধারাবাহিক পর্ব(ডাটাবেজ কানেকশন বন্ধ করা।)। ২য় দিন।

গত কাল আমরা কি করে ডাটাবেস কানেক্ট করতে হয়, তা জেনেছি। আজকে ওপেন করার পড়ে কি করে বন্ধ করতে হয় তা শিখব।
<?php  //আমরা ১ম কানেকশন পেজটাকে আমাদের নতুন পেজ এ নিয়ে আসলাম। require_once "connect_to_mysql.php"
//এখানে আমরা আমাদের কোডের কাজ করব। এবং শেষ হলে নিচের mysql_close দিয়ে কানেকশন বন্ধ করব 

mysql_close();
//তাহলে আমাদের বন্ধ করার কাজ শেষ।  

?>

1 টি মন্তব্য: